প্রকাশিত: Mon, Jan 9, 2023 8:54 AM
আপডেট: Sun, May 11, 2025 5:50 AM

‘ম্যানার’ শেখার বা শেখানোর সময় কোথায়!

সিরাজুম মুনীর

প্রত্যেকের জীবনে এরকম কমবেশি অভিজ্ঞতা হয় দেখবেন, সমাজে আপনার পরিচিত কেউ কেউ আপনার মেসেজ দেখবে না, অথবা দেখেও উত্তরে কিছু বলবে না। এসবের বেশির ভাগই ইচ্ছেকৃত কর্মকাণ্ড। হয় নিজেকে অন্য লেভেলের উচ্চমার্গীয় ভেবে, নয়তো আপনাকে বা আপনার কথাবার্তাকে ভেজাল ভেবে, কিংবা যেকোনো আলগা টেনশন মাথায় না নিতে, এরকম নানা কারণে এই জাতের আচরণ প্রদর্শন। সেই সব মহারথী যারা আছেন, তাদের নোটিশ করে রাখাটা খুব জরুরি। এই দেশের বই পুস্তকে ডুবে থেকে গিলে খাওয়া শিক্ষায় শিক্ষিত জাতি, খুবই স্বাভাবিক আচরণ বৈকি।

ম্যানার শেখার বা শেখানোর সময় কোথায়। আর তাছাড়াও মানুষ বরাবরই কট্টর স্বার্থপর শ্রেণীর। স্বার্থে দেখবেন জুতার তলাও চাটবে, না থাকলে বামে চাপেন টাইপ। আমি চেষ্টা করি আমার মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিংকড ইন-এ আসা সব মেসেজ যথাসময়ে পড়তে, কার্টেসি রিপ্লাই করতে। এমনকি মানুষ কোথাও কোন পোস্টে কমেন্ট করলেও চেষ্টা থাকে, এটেন্ড করার? চাকরি চায়, লোন চায়, নানারকম বিষয়ে সাহায্য চায়, মনের কথা শেয়ার করে, নানা সমস্যার বিষয়ে পরামর্শ চায়, গান শেয়ার করে ইত্যাদি। প্রতিটি মেসেজ রিপ্লাই করার চেষ্টা থাকে। সময় সংকুলান হলেও চেষ্টা করি সাধারণ সৌজন্যমূলক আচরণ মেনে চলার। না হলে কাগজে কলমে যতই শিক্ষিত হই না কেন, নিজের কাছে নিজেকে দেখতেই লজ্জা লাগে। ফেসবুক থেকে